চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে এক যুবকের মৃত্যু হয়।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই যুবক রাস্তায় ফেরি করে শিশুদের পোশাক বিক্রি করত বলে জানা যায়।
পাহাড়তলী থানার ওসি আলমগীর হোসেন বলেন, সরাইপাড়া আবুল বিড়ি ফ্যাক্টরির সামনে দুর্ঘটনার পর গুরুতর আহত ওই যুবককে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যুবকের নাম পরিচয় পাওয়া যয়নি। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে গেলে গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ১২ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২০