চুয়াডাঙ্গা শহরের মাস্টার বাড়ির ফটকের ঢালাইয়ের ছাউনির (সানসেট) নিচে চাপা পড়ে রিয়া খাতুন (৮) নামের এক শিশু মারা গেছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়া খাতুন শহরের মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী জানায়, চুয়াডাঙ্গা মাস্টার পাড়ার রাজিব হোসেনের মেয়ে রিয়া খাতুন শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের আব্দুল ওহাবের বাড়ির ফটকের কাছে খেলা করছিল। এসময় আগে থেকে নড়বড়ে ফটকের ছাউনি ভেঙে পড়ে রিয়া খাতুনের শরীরের ওপর। গুরুতর আহত হয় রিয়া খাতুন। তাকে দ্রুত উদ্ধার করে এলাকার লোকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। এ দুর্ঘটনায় আহত হয় আরো দুজন। তাদের নাম জানা যায়নি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এহসানুল হক মাসুম শিশু রিয়া খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৭/হিমেল