নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নে সিএনজি থেকে ছিটকে পড়ে সামছুল হক (৮৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধা সামছুল হক জয়াগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড উল্লুপাড়া গ্রামের মৃত সুলতান মিয়া ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় বাংলাবাজার এলাকা থেকে সিএনজি করে সোনাইমুড়ী-রামগঞ্জ সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন মুক্তিযোদ্ধা সামছুল হক। এসময় দ্রুতগতির সিএনজি থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত সামছুল হককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা সিএনজি থেকে ছিটকে পড়ে মুক্তিযোদ্ধা শামছুল হকের মৃত্যর বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব