কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযান চালিয়ে ৭শ' ৪২ বোতল ফেনসিডিল, ৭৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা এবং থানা পুলিশ। রবিবার তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
জানা গেছে, রবিবার ভোরে কুমিল্লা গোয়েন্দা পুলিশের এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে ৫শ' বোতল ফেনসিডিল ও ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের মৃত আবদুল মালেকের পুত্র শাহ আলম(২৫), মৃত ফিরোজ মিয়ার পুত্র সোহাগ মিয়া(২৭), চান্দিনার সবদলপুর গ্রামের মৃত কেরামত আলীর পুত্র রুহুল আমিন(২৬) ও বাবুল মিয়ার পুত্র শাকিল মিয়াকে(২০) আটক করা হয়।
এদিকে, চৌদ্দগ্রাম থারার এসআই তারিফুল ইসলাম ১শ' ৪২ বোতল ফেনসিডিলসহ কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের মিরাজ মিয়ার পুত্র ইউনুছকে (১৮) আটক করে। এছাড়া এএসআই হিরণ কুমার দে’র নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ১০০ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
তারা হচ্ছে গাঁজাসহ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নুরপুর গ্রামের শেখ সালামের পুত্র মানিক শেখ(৩৩) ও ফেনসিডিলসহ প্রাইভেটকার চালক নোয়াখালী বসুরহাটের বিরাহীমপুর গ্রামের মৃত আবদুর রশিদ খানের পুত্র সাহাব উদ্দিন(৩০)।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব