বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ করেছে। রবিবার দুপুরে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা, লাভলী রহমান, আব্দুর রহমান, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, শাহ মেহেদী হাসান হিমু, আব্দুল ওয়াদুদ, আবুল বাশার, কাজী আবুর রশিদ, আলীমুর রাজি তরুন, মোশারফ হোসেন স্বপন, মাসুদ রানা ও আব্দুল মান্নান, হাসানুজ্জামান পলাশ, শফিকুল ইসলাম শফিক প্রমুখ। সমাবেশ শেষে ২০ দলীয় জোটের শরীকদল জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের ইন্তেকালে এক মিনিট নিরবতা পালন করেন বিএনপি নেতকার্মীরা। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে।
সমাবেশে ভিপি সাইফুল ইসলাম বলেন, দেশের মানুষ খালেদা জিয়ার পিছনে আজ ঐক্যবদ্ধ। সরকার এটা বুঝতে পেরে খালেদা জিয়াকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। তারা আবারও বিএনপিকে বাদ দিয়ে একতরফা নির্বাচন করে ক্ষমতা দখল করতে চায়। এরই অংশ হিসেবে খালেদা জিয়ার অফিস তছনছ করা হয়েছে। কিন্তু এসব করে কোন লাভ হবে না। আর কোন একতরফা নির্বাচন জনগণ হতে দেবে না।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব