সিলেটের বিয়ানীবাজারে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী এক যুবককে আটক করেছে র্যাব। এসময় ভিকটিম শিশুকেও উদ্ধার করা হয়েছে।
রবিবার ভোর ৫টার দিকে বিয়ানীবাজার থানা সদরে অভিযান চালিয়ে সারোয়ার আহমেদ (৩৮) নামের ওই প্রবাসীকে আটক করে। সে বিয়ানীবাজারের দেউলগ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
র্যাব-৯ এর সহকারি পরিচালক (গণমাধ্যম) সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিকটিম ও তার মা কানাইঘাট থেকে কাজের সন্ধানে এসে বিয়ানীবাজারের যুক্তরাজ্য প্রবাসী সারোয়ার আহমেদের বাড়িতে কাজ নেন। পরে ভয় দেখিয়ে যুক্তরাজ্য প্রবাসী সারোয়ার মায়ের সাথে আসা শিশুটিকে ধর্ষণ করে আসছিল। এর প্রতিবাদ করলে শিশুটিকে আটকে রেখে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়া হয়। খবর পেয়ে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে গতকাল শিশুটিকে উদ্ধার ও সারোয়ারকে আটক করে।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব