পাবনার সদর উপজেলার মৌগ্রামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীরা। নিহত ব্যবসায়ী রেজাউল করিম রেজাই (৫০) ওই গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও শেয়ার ব্যবসায়ী।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, রবিবার ৮টার দিকে মসজিদ থেকে নামাজ পড়ে নিজ বাড়ির সামনের রাস্তায় এলে ওই গ্রামের সাদ্দাম হোসেন ওরফে বোমা সাদ্দামসহ কয়েকজন সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এ সময় তার আর্ত চিৎকারে প্রতিবেশীরা এসে দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বোমা সাদ্দাম মৌগ্রামের রাজিমুদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে নিহত রেজাইয়ের নিকট চাঁদা দাবি করে আসছিল। এ নিয়ে কয়েক দফা গ্রাম্য শালিস হয়েছে বলেও জানান ওসি।
এ ঘটনায় এখনও বোমা সাদ্দাম ও তার সহযোগীদের আটক করা সম্ভব হয়নি। তবে ওই এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ