চার দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র আসাদুর রহমান সৈকতের। সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের চানতারা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শেণির ছাত্র। গত ১৮ মে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি সৈকত। তার মুক্তির জন্য একটি প্রতারক চক্র দশ লক্ষ টাকার মুক্তিপন দাবি করেছে বলে জানিয়েছে সৈকতের পরিবার। এ ব্যাপারে সৈকতের বাবা হানিফ উদ্দিন ঘাটাইল থানায় একটি জিডি করেছেন ।
ঘাটাইল থানার পুলিশ ও সৈকতের বাবা-মা জানান, গত ১৮ মে প্রতিদিনের ন্যায় সকালে নিজ বাড়ি চানতার হতে বিদ্যালয়ে যায় সৈকত। স্কুল ছুটি হওয়ার পরে সৈকত আর বাড়ি ফিরেনি। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন হদিশ পাওয়া যায়নি। নিখোঁজের তিন দিন পর শনিবার ০১৯৯৫৩৫৩২৬৪ নম্বর থেকে অপহৃত সৈকতকে মুক্তির জন্য তার মায়ের নিকট একটি প্রতারক চক্র দশ লক্ষ টাকার মুক্তিপন দাবি করেছে।
এ ব্যাপারে সৈকতের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম জানান, ঘটনার দিন সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। নিখোঁজের সংবাদটি শুনে আমরা মর্মাহত।
নিখোঁজের ঘটনায় শনিবার ঘাটাইল থানায় একটি জিডি করেছেন সৈকতের বাবা। জিডি নং ৮৫১, তারিখ ২০-০৫-২০১৭ইং। তিনি জানান, বিষয়টি র্যাব-১২ টাঙ্গাইলকে অবগত করা হয়েছে। সৈকতের বাবা আরও বলেন, এখন তো সব সিম বায়োমেট্রিক করা। সেটা যদি সত্যি হয়, তাহলে যে নম্বর থেকে ফোন এসেছিল সেই নম্বরটির মালিককে খুঁজে বের করা তো কোন ঝামেলার ব্যাপার না।
এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি মো. মহি উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ