গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে রবিবার রাতে ট্রাকচাপায় শুভ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শুভ ময়মনসিংহের ইশ্বরগঞ্জ থানার কছিমপুর এলাকার কামাল হোসেনের ছেলে।
শুভরা আমবাগ এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন। বাইসাইকেল চালিয়ে সন্ধ্যার পর শুভ আমবাগ থেকে কোনাবাড়ি যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শুভ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোনাবাড়ি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে যেতে পরামর্শ দেন। পরে ঢামেক হাসপাতালে নেওয়া পথে শুভ মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিছে যায়।
জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. মোবারক হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার