ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি অব্যাহত রয়েছে। ফলে সোমবার সোনামসজিদ স্থলবন্দরে প্রায় দেড়শ পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে।
গতকাল রবিবার সকাল থেকে ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিকরা কর্মবিরতি শুরু করায় বন্দর থেকে মালামাল দেশের কোনো স্থানে পরিবহন করা সম্ভব হয়নি। এতে করে বন্দরে পণ্যজটের সৃষ্টি হয়েছে।
ট্রাক শ্রমিকদের কর্মবিরতির কারণে পণ্য বন্দর থেকে মালামাল দেশের কোথায় পরিবহন করা না গেলেও মালামাল লোড-আনলোড স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দরের শ্রমিক সরদার মোখলেসুর রহমান জানান।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ জানান, গতকাল ভারত থেকে এই বন্দরে দেড়শ পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। আজ সোমবারও প্রায় সমপরিমাণ ট্রাক বন্দরে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। তবে ট্রাক চলাচল বন্ধ থাকায় পঁচনশীল পণ্য ফল ও পিঁয়াজ নিয়ে লোকসানে চিন্তিত রয়েছেন ব্যবসায়ীরা।
বিডি প্রতিদিন/২২ মে, ২০১৭/ফারজানা