নরসিংদী শহরের গাবতলী উত্তরপাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ আত্মসমর্পণকারী পাঁচজনের মধ্যে তিনজনকে জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ না মেলায় ছেড়ে দিয়েছে র্যাব। তারা হলেন- নরসিংদী সদর উপজেলার চরভাসানিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে বাসিকুল ইসলাম, গাজীপুরের বোর্ড বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে মাসুদুর রহমান ও কিশোরগঞ্জের ভৈরব এলাকার মশিউর রহমান। বাকি দুইজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন- নরসিংদী উপজেলার চরদিঘলদী গ্রামের আবদুর রহমানের ছেলে সালাহউদ্দিন ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের আবদুর রাজ্জাকের ছেলে আবু জাফর।
রবিবার সন্ধ্যায় তিনজনকে নারায়ণগঞ্জে র্যাব ১১-এর সদর দফতর থেকে ছেড়ে দেওয়া হয়। বাকি দু'জনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য র্যাবের হেফাজতে রাখা হয়েছে।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ