বরিশালে একটি মাদক মামলার রায়ে শরীয়তপুরের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর মাতবরকে যাবজ্জীবন সহ পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। দন্ডিত জাহাঙ্গীর শরীয়তপুরের ছোট সন্দিপ এলাকার মৃত তৈয়ব আলী মাতবরের ছেলে।
বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক আসামীর অনুপস্থিতিতে সোমবার সকালে তিনি এই দণ্ডাদেশ দেন।
জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৫ সালের ১৮ জুন দুপুরে বরিশাল নদী বন্দর এলাকায় অভিযান চালিয়ে ৩৬ গ্রাম হেরোইন এবং ১৪৮ পিচ ইয়াবা সহ জাহাঙ্গীর মাতবরকে আটক করে র্যাব। এ ঘটনায় ওইদিনই জাহাঙ্গীরকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করেন র্যাব-৮’র ডিএডি শাহিনুর রহমান।
একই বছরের ২৯ জুলাই একমাত্র আসামীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই হেলালুজ্জামান।
পরে জেলা জজ আদালতে ৮ জনের সাক্ষ্য গ্রহন শেষে হেরোইন রাখার দায়ে আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইয়াবা রাখার দায়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর আদেশ দিয়েছে আদালত।
বিডি-প্রতিদিন/ ২২ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫