সিরাজগঞ্জের এনায়েতপুরে সিএনজি অটোরিক্সার চাপায় রিয়াজ ফকির (৬৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার ভোরে রুপসী ঘাটাবাড়ি বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, রুপসী গ্রামের মৃত রহিজ ফকিরের ছেলে রিয়াজ ফকির ফজরের নামাজ পড়ে ঘাটাবাড়ি বাজারে প্রাতঃভ্রমন করার জন্য বের হন। এসময় শাহজাদপুর থেকে বেলকুচিগামী দ্রুতগতির একটি সিএনজি তাকে চাপা দিলে হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়। বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ