বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে আওয়ামী লীগ দলীয় স্থানীয় এমপি পঙ্কজ নাথ ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র সহ ৬জন আহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই হামলায় জেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মইদুল ইসলাম এবং মেহেন্দিগঞ্জ পৌর মেয়র কামাল উদ্দিন খান সহ ৬জন আহত হয়েছেন বলে দাবী করেছেন সংশ্লিস্টরা।
আওয়ামী লীগ দলীয় স্থানীয় এমপি পঙ্কজ নাথের উপস্থিতিতে তার কর্মী-সমর্থখরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেলা পরিষদ দেয়ারম্যান মইদুল ইসলাম। তবে এমপি পঙ্কজ নাথের অনুসারীদের দাবী জেলা পরিষদ চেয়ারম্যানের কর্মী-সমর্থকরা তাদের উপর হামলা চালিয়েছে। এতে তাদের কয়েক জন নেতাকর্মী আহত হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মইদুল ইসলাম জানান, "উপজেলার চাঁনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উঠোন বৈঠকে অংশ নিয়ে তিনি সহ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র কামাল উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব আহমেদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু সহ ১০/১৫ জন মোটর সাইকেলযোগে পাতারহাট ফিরছিলেন। পাতারহাট বন্দরের টিএন্ডটি ব্রীজ এলাকা অতিক্রমকালে স্থানীয় এমপি পঙ্কজ নাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি নিয়ে রাস্তায় ব্যারিকেট সৃস্টি করে পুলিশের উপস্থিতিতে অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। হামলায় তিনি এবং পৌর মেয়র কামাল উদ্দিন খান সহ কয়েকজন নেতাকর্মী আহত হন। হামলার সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা নিরব দর্শকের ভূমিকা পালন করে।"
তবে হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি পঙ্কজ নাথের অনুসারীদের অভিযোগ, পাতারহাট বন্দরের টিএন্ডটি ব্রীজ এলাকায় জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলামের মোটর সাইকেল বহর থেকে তাদের উপর হামলা চালানো হয়। এতে তাদের কয়েক জন নেতাকর্মী আহত হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. আক্তারুজ্জামান জানান, হামলা বা সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি। পাতারহাট বন্দরের টিএন্ডটি ব্রীজের কাছে দুই পক্ষ মুখোমুখি হলে কিছুটা উত্তেজনার সৃস্টি হয়। কিছুক্ষনের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করে। অনাকাংখিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬