ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম সোহাগের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের রহমতপুর বাইপাস এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য মজিবুর রহমান মনির, সংরক্ষিত ইউপি সদস্য জরিনা আক্তার ও শাপলা আক্তার মুন্নি, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসান মুক্তাসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য, গত ৮ মে বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে স্থানীয় চেয়ারম্যান খাইরুল আলম সোহাগকে।
বিডি প্রতিদিন/২২ মে, ২০১৭/ফারজানা