বার্ষিক ৫ ভাগ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্নাঙ্গ উৎসব ভাতা, নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও প্রদান এবং শিক্ষা জাতীয়করন সহ বিভিন্ন দাবীতে বরিশালে পৃথক মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষক-কর্মচারীরা।
সোমবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা স্বাশিপের সভাপতি অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক মো. গোলাম সরোয়ার, মো. হানিফ হোসেন, মামুন আকন ও এনায়েত হোসেন পান্না প্রমুখ।
এদিকে একই দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বরিশাল আঞ্চলিক কমিটি। গতকাল সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে সংগঠনের বিভাগীয় আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক গৌরঙ্গ চন্দ্র কুন্ডু, শামছুল আলম, অধ্যক্ষ গোলাম কবির, শওকত আলী, মঞ্জুর আহসান জিসান ও আবুল হোসাইন।
বক্তারা আসন্ন জাতীয় বাজেটে শিক্ষক-কর্মচারীদের জন্য বার্ষিক ৫ ভাগ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্নাঙ্গ উৎসব ভাতা, নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও প্রদান এবং শিক্ষা জাতীয়করনে প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবী জানান।
সমাবেশ শেষে শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল সহকারে নগরীর গোড়াচাঁদ দাস রোডে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর দাবী সংবলিত একটি স্মারকলিপি দেন।
বিডি-প্রতিদিন/ ২২ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭