চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গুচ্ছগ্রামে সেপটিক ট্যাংকিতে পড়ে যাওয়া মোবাইলফোন তুলতে নেমে আব্দুল গফুর (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন। এসম তাকে উদ্ধার করতে গিয়ে হযরত আলী (৩৬) নামের অপর একজন আহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত হযরত আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল গফুর ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের মোনাজাত উদ্দিনের ছেলে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ইব্রাহিমপুর গুচ্ছগ্রামের একটি নবনির্মিত সেপটিক ট্যাংকির মধ্যে আব্দুল গফুরের মোবাইলফোন পড়ে। সাথে সাথে সে মোবাইলফোনটি তোলার জন্য ট্যাংকির মধ্যে নেমে অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে উদ্ধার করার জন্য সাথে থাকা হযরত আলীও ট্যাংকির মধ্যে নেমে অসুস্থ হয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকেরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ২২ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮