প্রথমবারের মতো ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। আগামী অর্থ বছরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতি ও খেলাখুলার ওপর গুরুত্ব দিয়ে ৬৮ লাখ ৮২ হাজার ৬৭৪ টাকার বাজেট ঘোষনা করা হয়।
সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মনের সভাপতিত্বে ইউপি সচিব রিজিওয়ানা মুস্তারী বর্ণা ১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ। অন্যানের মধ্যে ডিস্টিক ফেসিলেটর কামরুল ইসলাম, সদর উপজেলা আঅয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোশারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র নাথ ঝাঁ, হোসনে আরা হকসহ অন্যান্য জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২২ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২১