বৈশাখী ভাতা, ৫শতাংশ ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে মাগুরা স্বাধীনতা শিক্ষক পরিষদ। সোমবার সকালে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় তাদের দাবির পক্ষে বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, রনোদাপ্রশাদ বিশ্বাস, জামিউল কদর ডলার, আশিকুজ্জামান, সামসুদ্দিন মোল্যা প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ