সাতক্ষীরার কলারোয়ায় অভিযান চালিয়ে দু'জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে মাদকসহ আহসান হাবিব স্বপন (২৪) নামে একজনকে এবং চুরির অপরাধে ইসরাইল (২০) নামে অপরজনকে আটক করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আহসান হাবিব স্বপন কলারোয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের রাবউল ইসলামের ছেলে এবং ইসরাইল উপজেলার কুশডাঙ্গা গ্রামের হিসার আলী গাজীর ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের পূর্বক সোমবার দুপুরে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৭/মাহবুব