নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সদস্য লেদু হত্যা মামলার প্রধান আসামিসহ একাধিক মামলার আসামি সালামত উল্যাহ রাজুকে (২৬) গ্রেফতার করেছে সুধারাম থানা পুলিশ।
রবিবার রাতে পৌরসভার মাইজদী বাজার এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সালামত উল্যাহ রাজু নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম মাইজদীর শান্তিনগর এলাকার মৃত সফি উল্যাহর ছেলে। সে যুবলীগ কর্মী লেদু হত্যা মামলা প্রধান আসামি, একই ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু জাহিদকে হত্যা চেষ্টা মামলা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লেদু হত্যা মামলার প্রধান আসামি রাজু জামিনে বের হয়ে আরো একাধিক অপরাধ সংঘটিত করে। এসব ঘটনায় তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা দায়ের করা হয়।
সে দীর্ঘদিন পলাতক থাকার পর রবিবার রাতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবেও তিনি জানান।
উল্লেখ্য, ২০১৫ সালে নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের শান্তিনগর এলাকার রাজু ও তার সহযোগী ৫-৬ জনের একদল সন্ত্রাসী স্থানীয় যুবলীগ কর্মী লেদু বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যার পর রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে এ ঘটনায় লেদুর পরিবার থানায় রাজুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন