গত কয়েকদিন থেকে দিনাজপুরে প্রচণ্ড দাবদাহ এবং অন্যদিকে লোডশেডিং-এ স্বাভাবিক জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়ছে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবি জনসাধারণ।
আবহাওয়ার এই অবস্থা আগামী কয়েকদিন অপরিবর্তিত থাকার এবং মৃদ্যু তাপ প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানায়।
প্রচণ্ড দাবদাহে বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতিকে আরো অসহনীয় করে তুলেছে। শ্রমজীবি মানুষ পড়েছে বেকায়দায়।
প্রচণ্ড গরমের কারণে বিভিন্ন হাট-বাজার, মোড়গুলোতে ডাব, আখের রসের দোকানে ভীড় লক্ষনীয়। এছাড়া তরমুজও বিক্রি বেড়ে গেছে। গরমে অতিষ্ট হয়ে উপজেলার বিভিন্ন পুকুর নদীর পানিতে গোছল করছে শিশু-কিশোররা।
আখের রস প্রতি গ্লাস ১০টাকা মূল্যে বিক্রি হলেও সাধারন মানুষ একটু প্রশান্তির আশায় খেতে ভীড় জমাচ্ছে সে-সব ফুটপাতের দোকানগুলোতে।
গত দু’দিনে গরমের ফলে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। বিভিন্ন উপজেলার হাসপাতাল গুলোতে গরমের ফলে পেটের পীড়াসহ অন্যান্য রোগে আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছে বলে জানা যায়।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরে সহকারী কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা উঠানামা করছে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। একটা মৃত্যু তাপ প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।