পাবনায় পরিবহন ধর্মঘটের প্রতিবাদে কৃষকরা মানবন্ধন সড়ক অবরোধ ও উৎপাদিত কৃষি পণ্য রাস্তায় ফেলে বিক্ষোভ করেছেন।
সোমবার দুপুরে জেলার উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের গেটওয়ে খ্যাত পাবনা-রাজশাহী মহাসড়কের মুলাডুলিতে এই কর্মসূচী পালন করে।
কয়েক শতাধিক কৃষক রাস্তায় দাড়িয়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন শেষে তাদের জমিতে উৎপাদিত ঢেড়স, লাউসহ বিভিন্ন পণ্য রাস্তায় ঢেলে বিক্ষোভ করেন। তারা দাবি করেন, পরিবহন ধর্মঘটের কােণে আড়ৎদাররা কৃষিপণ্য ক্রয় না করায় ব্যাপক আর্থিক লোকসানের মুখে পড়ছেন। তারা অবিলম্বে এই ধর্মঘট প্রত্যাহারেরও দাবি করেন। এ সময় রাস্তার দুই পাশে শতাধিক যানবাহন আটকা পরে।
এ ব্যাপারে বাংলাদেশ কৃষক সোসাইটির সভাপতি ময়েজ উদ্দিন বলেন, পরিবহন ধর্মঘট আহবান করেছে ট্রাক, ট্রাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিকদের স্বার্থের জন্য। এতে আমাদের তো কোন প্রকার স্বার্থ নেই, বরং আমরা কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমাদের মাঠে উৎপাদিত পণ্য নষ্ট হয়ে যাচ্ছে, বিষয়টি দেখার কেউ নেই। আমরা এই ধরনের ধর্মঘটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ধর্মঘট প্রত্যাহারের দাবি জানাই।
বাংলাদেশ কৃষক সোসাইটির সাধারণ সম্পাদক কিতাব উদ্দিন বলেন, আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে কৃষি কাজ করে উৎপাদিত ফসল বিক্রি করে জীবন যাপন করি। সেই পণ্য যদি বিক্রি করতে না পরি, তাহলে পরিবার পরিজন নিয়ে কিভাবে চলবো। এসব বিষয়াদি দেখার লোক কি নেই। আমরা এ ধরণের হঠকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি। যেন দ্রুত এই সমস্যার সমাধান হয়। তা না হলে আমাদের মতো কৃষকরা রাস্তায় নামতে বাধ্য হবো।
প্রসঙ্গত, সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধসহ পরিবহনের বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ প্রত্যাহারসহ সাত দফা দাবিতে রবিবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টা উত্তরাঞ্চলের ১৬ জেলায় পণ্য পরিবহন ধর্মঘট পালন করছে উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
ফলে সবজী উৎপাদন খ্যাত পাবনার কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করেন। অনেক কৃষক সবজী বিক্রি করতে না পেরে গো খাদ্য হিবেবে ব্যবহার করছেন।