রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে এক সৌদি প্রবাসীর স্ত্রী (৩৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার বিকেলে চাঁদপুর গ্রাম থেকে দুই যুবককে আটক করা হয়।
এরা হলেন, ওই গ্রামের আনছার আলী শেখের ছেলে বাদশা আলম (৩৩) ও মৃত আবুল শেখের ছেলে শরীফুল শেখ (৩২)। এদেরকে সোমবার বিকেলে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ফকির জানান, চাঁদপুর গ্রামের ওই গৃহবধূর স্বামী সৌদি প্রবাসী। স্বামী বিদেশে থাকায় একই গ্রামের বাদশা, শরীফুল ও আবুল কাশেমের ছেলে চাঁদ আলী ওরফে চাঁদাই দৈহিক মেলামেশার জন্য তাকে প্রস্তাব দিতেন। কিন্তু তাতে ওই গৃহবধূ রাজী ছিলেন না। রাত পৌনে ১২টার দিকে ঘরের পাশে মানুষের আনাগোনার শব্দে গৃহবধূটির ঘুম ভেঙে যায়। ঘরের দরজা খুলে বাইরে দেখতে বের হলে চাঁদাই, বাদশা ও শরীফুল তাকে ঘরে নিয়ে যায়।
এরপর চাঁদাই ও বাদশা তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। এতে সহযোগিতা করে শরীফুল। ধর্ষণের পর বিষয়টি নিয়ে ওই গৃহবধূকে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেন তারা। এ ঘটনায় রবিবার ওই প্রবাসীর স্ত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের তিনজনের নামে কালুখালী থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ওই দিন বিকেলে বাদশা ও শরীফুলকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/২২ মে ২০১৭/হিমেল