সিলেটের বিশ্বনাথে মাশেদা বেগম (৩৫) নামের নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
বুধবার উপজেলা সদরের টিএন্ডটি রোডে তেরাব আলীর কলোনীতে এ ঘটনা ঘটে। ঘটনার পরই গা ঢাকা দেয় মাশেদার স্বামী জিতু মিয়া। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন থেকে উপজেলার দেওকলস ইউনিয়নের মান্দারুকা গ্রামের জিতু মিয়া স্ব-পরিবারে ওই কলোলিতে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন ভোরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাত করেন জিতু। গুরুতর আহত অবস্থায় মাশেদাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ মনিরুল ইসলাম পিপিএম বলেন, দ্রুত সময়ের মধ্যে জিতুকে গ্রেফতারে অভিযানে রয়েছে পুলিশ।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৭/মাহবুব