পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সদানন্দ গাইনকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। সোমবার সকালে শহরের বাইপাস সড়কে নির্মানাধীন নতুন জেলা খানার সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় শিক্ষককে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, প্রতিদিনের মত সোমবার সকালেও শিক্ষক সদানন্দ গাইন হাঁটতে বের হন। শহরের বাইপাস সড়ক থেকে হেটে নতুন জেল খানার সামনে এলে এক যুবক ধারালো দা দিয়ে তার মাথার কোপ (আঘাত করে) দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
সদানন্দ গাইন জানান, পাঞ্জাবি পরা ১৮-২০ বছরের এক ছেলে তার উপর হামলা চালায়। হামলাকারী আগে থেকেই ওঁৎ পেতে ছিল।
পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ঘটনাটি শোনার পরপরই আমি ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় রাম দা উদ্ধার করেছি। এছাড়া ঘটনায় জড়িত যুবককে আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৭/মাহবুব