ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় শিপ্রা বালা (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় নিহতের স্বামী আনন্দ বালা ও ট্রাকের হেলপার সোহাগ হাওলাদার আহত হয়। তাদেরকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আনন্দ বালা নিজস্ব অটোভ্যানে স্ত্রী ও ছেলেকে নিয়ে রাজৈর বাসস্ট্যান্ড দিকে যাচ্ছিল। এসময় রাজশাহী থেকে বরিশালগামী লিচু ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটো ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিপ্রা বালা মারা যান।
বিডি-প্রতিদিন/৩০ মে, ২০১৭/মাহবুব