৩০ মে, ২০১৭ ১৮:০৬

মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রী-সন্তানদের বাড়ি থেকে বিতাড়িত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রী-সন্তানদের বাড়ি থেকে বিতাড়িত

রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় নির্যাতন করে স্ত্রী ও দুই শিশু সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ উপজেলার  দিঘুলিয়ারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের স্বীকার গৃহবধূর পিতা হাফিজ উদ্দিন জানান, গত ১০ বছর পূর্বে দিঘূলিয়ারটেক এলাকার মোতালিব মিয়ার ছেলে জিয়া মিয়ার সঙ্গে তার মেয়ে রামিমুনের ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে রাব্বি (৮) ও তায়েবা (৬) জন্ম হয়। তার পর থেকে জিয়া মিয়া মাদকাসক্ত হয়ে পরে। বিভিন্ন সময় তার স্ত্রী তাকে মাদক সেবনে বাধা প্রদান করেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময়ই ঝগড়া বিবাদ হতো। মেয়ের সুখের কথা চিন্তা করে গৃহবধূর পিতা হাফিজ উদ্দিন বাড়ি বিক্রি করে জিয়া মিয়াকে ২০ লক্ষ টাকা প্রদান করেন। এর কিছুদিন পরেই জিয়া মিয়া স্ত্রী রামিমুনকে তার বাপের বাড়ি থেকে আরো টাকা টাকা এনে দিতে বলে। টাকা দিতে অস্বীকার করায় জিয়া মিয়া তার স্ত্র কে নির্যাত করে ও দুই সন্তানসহ তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় গৃহবধূর পিতা হাফিজউদ্দিন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে অভিযুক্ত জিয়া মিয়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি তদন্ত মোতাবেক ব্যবস্থ নেয়া হবে।   

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর