টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের নির্মাণাধীন একটি ভবনের পাঁচতলা ছাদ থেকে পড়ে মো. নাছির মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। নাছির উপজেলার মহেড়া গ্রামের মোনছের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে নাছির ভবনটির পাঁচতলায় কাজ করছিল। এসময় হঠাৎ পা পিচলে নীচে পড়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। নাছিরের বাবা মোনছের আলী রিকসা চালক ও মা নাজমা বেগম মাটি কাটার শ্রমিকের কাজ করে সংসার চালান। নাছির গত চার বছর আগে ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজির বাসভবনে কাজ শুরু করে। কিছুদিন পর টিআরসি ম্যাচে বাবুর্চির সহকারি হিসেবে কাজ করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নাছিরের মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার