ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের অযুখানার হাউজ বন্ধ করে মার্কেট নির্মাণ ও মসজিদে প্রবেশপথ সংকুচিত করা নিয়ে গত ক'দিন ধরে মসজিদ কমিটি ও মুসলিদের মাঝে তর্কবিতর্ক ও উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে সম্প্রতি একটি জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ মঙ্গলবার জোহর নামাজের পর কমিটি ও মুসলিদের নিয়ে মসজিদটিতে বৈঠকে বসেন। আলোচনার মাধ্যমে অবশেষে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে।
আলোচনায় সিদ্ধান্ত হয়, মসজিদের অযুখানার হাউজ পূর্বের ন্যায় বহাল রাখা হবে। পরিকল্পিত মার্কেট ভেঙ্গে দিয়ে সামনের দিক উন্মুক্ত রাখা হবে। এসি ফিটিংসহ মুসলিদের সুবিধা বৃদ্ধিকল্পে মসজিদে আরও নান্দনিক ও মনোমুগ্ধকর পরিবেশের অবতারণা করা হবে। মেয়াদোত্তীর্ণ পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে গ্রহণযোগ্য করে নতুন কমিটি গঠন করা ও আয়-ব্যয়ের হিসাব নেওয়া হবে। এসব বিষয়ে উভয়পক্ষ হাত উঁচু করে সম্মতি জ্ঞাপন করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, মেয়র আমিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, ওসি আলী আহম্মেদ মোল্লা, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার, ব্যবসায়ী সমিতির সভাপতি রাসেল আহাম্মেদ রয়েল, আলহাজ্ব শামছুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, আব্দুল হাকিম, হেলাল উদ্দিন হেলু, শাহ জালাল বিপুল, বাবুল প্রমুখ।
বিডি প্রতিদিন/৩০ মে, ২০১৭/ফারজানা