বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এসব কর্মসূচী পালিত হয়।
মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন শিকদার জিয়া জানান, ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীর কর্মসূচী ঘরোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে পালিত হয়েছে।
সকালে অশ্বিনী কুমার হল সংলগ্ন বিএনপি কার্যালয়ে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু প্রমুখ। বাদ আসর মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডের মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৭/হিমেল