বরিশাল নগরী থেকে ৩ দিন আগে নিখোঁজ হওয়া খোকন সরকার (৫০) নামে এক ব্যক্তির লাশ বাবুগঞ্জ উপজেলায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মীরগঞ্জ সড়কের পাশে একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। খোকন সরকার ঝালকাঠী জেলার রাজাপুর এলাকার মৃত মনোরঞ্জন সরকারের ছেলে এবং বরিশাল নগরীর বিশিষ্ট চিকিৎসক ডা. মানবেন্দ্র সরকারের ছোট ভাই। গত শনিবার সকালে বরিশাল নগরীর নতুন বাজার এলাকা থেকে বের হয়ে খোকন সরকার নিখোঁজ হন।
বাবুগঞ্জ থানার ওসি মো. আব্দুল ছালাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে মীরগঞ্জ সড়কের পাশে একটি পুকুর থেকে খোকন সরকারের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
খোকন সরকারের বড় ভাই ডা. মানবেন্দ্র সরকার জানান, তার ভাই মানসিক রোগী ছিলেন। হাঁটতে হাঁটতে ওই এলাকায় পৌঁছে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই মৃত্যু নিয়ে তাদের কোন অভিযোগ নেই বলে ডা. মানবেন্দ্র সরকার জানান।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৭/হিমেল