দিনাজপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেল রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হক।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান উজ্জল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. মো. আব্দুল হালিম, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহবুব আহম্মেদ, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. কামরুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মোন্নাফ মুকুল, জেলা ছাত্রদল নেতা মো. মাসুম খান, হাবিপ্রতি ছাত্রদল নেতা নাঈম আদনান কমল, বাস্তুহারা দল নেতা মো. জালাল উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন কোতয়ালী বিএনপির সভাপতি ও আস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু বকর সিদ্দিক।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৭/হিমেল