সৌদি আরবে প্রাইভেটকার চাপায় মো. মোস্তফা (৪১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। রবিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে সৌদির আল-কাশিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোস্তফা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ধানধৌল গ্রামের উত্তর কালামুড়িয়া পাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি ১৪ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন।
জানা যায়, রবিবার ডালটা নামে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ শেষে ইফতার করে মোস্তফা স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। পরে বাসায় ফেরার পথে আল কাশিন পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৭/হিমেল