নাটোরের বড়াইগ্রাম থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোবারক হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১৩। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পারকোল মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোবারক হোসেন একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে ও পারকোল উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
র্যাব-১৩ এর এএসপি আলমগীর হোসেন এলিন জানান, গ্রেফতার মোবারক হোসেন রংপুরের সন্ত্রাস দমন আইনের মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পারকোল এলাকায় তার বাড়িতে অভিযান চালায় র্যাব। এ সময় বাড়িতে অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৭/হিমেল