মানিকগঞ্জের সাটুরিয়া থেকে স্বপ্না রানী রাজবংশী (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিব হোসেন।
মৃত স্বপ্না ওই এলাকার কমল চন্দ্র রাজবংশীর মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এসআই হাবিব হোসেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে তার আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৭/মাহবুব