অন্ধকারে দিন পার করছে কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঘূর্ণিঝড় রোমারার আঘাতে হাসাপাতাল কমপাউন্ডে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় জরুরি বিভাগ ও রোগীদের ওয়ার্ডে বিদ্যুৎসংযোগ বিছিন্ন হয়ে যায়। নিজস্ব জেনারেটরে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ওয়ার্ডে ভর্তি থাকা অনেক রোগীকে ছাড়পতে দেওয়া হয় বলে জানিয়েছেন আবাসিক ডাক্তার এনামূল হক।
টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার টিটু চন্দ্র শীল জানান, বিদ্যুৎ ব্যবস্থার অবস্থার উন্নতি না হলে স্বাস্থ্য সেবা ব্যাহত হবে।
কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. পু-চনু মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত টেকনাফ ও উখিয়া স্বাস্থ কমপ্লেক্সে পরিদর্শন করেন। তিনি জানান, টেকনাফ হাসপাতালে কয়েকটি খুঁটি ভেঙ্গে যাওয়ায় হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন রয়েছে। এতে টেকনাফ হাসপাতালে ভ্যাকসিন জাতীয় কিছু ঔষধের কার্যকারিতা ঠিক রাখতে জরুরি বিদ্যুৎ দরকার।
এছাড়া তিনি ঘূণিঝড় মোরার আঘাতে ১১৭ জন আহত রোগীকে চিকিৎসা দেওয়ার তথ্যও নিশ্চিত করেন। যার মধ্যে ১৭ জন এখনও চিকিৎসাধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৭/মাহবুব