বান্দরবান সদরসহ ৭ উপজেলায় দীর্ঘ ৩৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পড়েছে।
৩৮ ঘণ্টা পর জেলা শহরে বিদ্যুৎ চালু হলেও উপজেলাগুলো এখনো বিদ্যুৎহীন রয়েছে। জেলা শহর ছাড়া কোথাও বিদ্যুই নেই। ফলে চরম ভোগান্তিতে পরেছে সাধারন লোকজন। বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ ব্যবস্থাও অচল হয়ে পড়েছে। হাসপাতালগুলোতে অবস্থা আরোা খারাপ। রোগীরা দুর্ভোগের মধ্যে পড়েছে। ঝড়ের কারণে গাছ পালা উপড়ে পড়ায় ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ায় উপজেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শহরের কাছে মেঘলা এলাকায় বান্দরবান দোহাজারী ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ও খুঁটি ঝড়ের কারণে নষ্ট হয়ে যাওয়ায় মঙ্গলবার ভোর থেকে জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সেই সাথে রোয়াংছড়ি রুমা ও থানছি উপজেলায়ও বিদ্যুৎ ছিল না। বুধবার ভোর থেকে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ শুরু করে সঞ্চালন লাইন মেরামত করার পর বিকেলে জেলা শহরে বিদ্যুৎ দেয়া হয়। তবে শহরের আশে পাশে এলাকাগুলো এখনো অন্ধকারে।
বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী চিংহ্লা মং মারমা জানান, প্রচন্ড ঝড়ে সংযোগ লাইনের বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে। অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে ও ভেঙ্গে গেছে। ৩৩ কেভি লাইনের একটি খুঁটি ভেঙ্গে যাওয়ায় জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ দিতে সময় লেগেছে। পর্যায়ক্রমে উপজেলাগুলোতে বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হবে বলে তিনি জানান।