পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি নামক স্থানে বাসের ধাক্কায় তহিরন নেছা (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হন। অন্যদিকে শালবাহান এলাকায় ট্রাক্টরের ধাক্কায় আল আমিন নামের অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত বৃদ্ধার বাড়ি তেতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া এলাকায়। সে ওই এলাকার শরিফউদ্দিন মেম্বারের স্ত্রী। এ ঘটনায় ভজনপুর হাইওয়ে থানা গাড়িটিকে আটক করেছে।
বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তারেক হোসেন জানান, ওই বৃদ্ধা মহিলা মহাসড়ক পার হচ্ছিল। এমন সময় পঞ্চগড় থেকে তেতুলিয়াগামী সম্পা মৌ (ঢাকা মেট্রো জ ১৪-১৫২০) নামের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। মহাসড়কে পড়ে গেলে বাসের চাকায় শরীরের কিছু অংশ স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা নিহত হয়।
একই উপজেলার শালবাহান এলাকায় নিহত স্কুল ছাত্র ওই এলাকার লোহাকাচি গ্রামের ইব্রাহিমের ছেলে। সে মাঝিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়তো। স্থানীয়রা জানায়, সকালে আল আমিন সবার অজান্তে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শালবাহান বাজারের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে হাগুরাগছ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সড়কের উপর ছিটকে পড়ে যায় আল আমিন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভজনপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক প্রধান সড়ক দুর্ঘটনায় দু'জন নিহতের খবর নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৬ জুন ২০১৭/হিমেল