সারা দেশে চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের কঠোর শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবশে করেছে চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে চিকিৎসকরা।
জেলা বিএমএ সভাপতি ডা. ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বাচিপ সভাপতি ডা. মু. কামরুল হাসান সেলিম, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মনিরুজ্জামান শাহীন, শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা, উপাধ্যক্ষ ডা. মাকসুমুল হক, হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম, শের-ই বাংলা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. এসএম সারওয়ার, অধ্যাপক ডা. অসিত ভূষন দাস, অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, ডা. সাহরিন সাবিহা তন্নি প্রমুখ।
বক্তারা বলেন, ভুল চিকিৎসার দোহাই দিয়ে বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে এক শ্রেণীর মানুষ চিকিৎসকদের উপর হামলা চালাচ্ছে। যা জাতীর জন্য দুঃখজনক। বক্তারা, রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/৬ জুন ২০১৭/হিমেল