ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রামের আলোচিত আবুল হাসেমকে স্ত্রী সন্তানের সহযোগীতায় সাত টুকরা করে হত্যাকান্ডের সাথে জড়িত আসামিরা জামিনে এসে বাদিকে মামলা তুলে নেয়াসহ বিভিন্ন ধরণের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা যায়, উপজেলার আঙ্গারগাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আবুল হাসেমের খন্ডিত লাশের এক অংশ গত ১৮/১১/১৬ ইং তারিখ সকালে বাড়ির কাছে কালিরচালা শাহাদাত হোসেনের পোল্ট্রি খামারের বর্জ্রের গর্ত থেকে মডেল থানা পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মান্নান বাদি হয়ে নিহতের স্ত্রী আছমা আক্তার, মেয়ে মুক্তা বেগম, প্রতিবেশি মাহমুদুল হাসান ওরফে মাহা, সাইফুল ও শফিকুলকে আসামি করে ভালুকা মডেল থানায় হত্যা মামলা (নম্বর-২৪) দায়ের করেন।
এ সময় হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকার শতশত নারী-পুরুষ মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে ডিবি পুলিশ আসামিদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করনে এবং আসামিদের কয়েক দফায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে তাদের বাড়ির সৈচাগার থেকে নিহত হাসেমের হাত পা মাথা উদ্ধার সহ মামলার গুরুত্বপূর্ণ তথ্য উৎঘাটন করেন।
মামলার বাদী আব্দুল মান্নান জানান, রিমান্ড শেষে আসামিদের জেল হাজতে প্রেরণের পর কিছুদিনের মধ্যে আদালত থেকে আসামিরা জামিনে বের হয়ে আসে আমাকে মামলা তুলে নিতে হুমকী দেয়া শুরু করে এবং মামলা তুলে না নিলে আমার অবস্থাও আমার ভাইয়ের মতো হবে বলে হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় সাধারণ ডায়েরি (নম্বর-১২০৩) করা হয়েছে।
এদিকে আলোচিত আবুল হাসেম হত্যা মামলার আসামিরা গ্রেফতারের কিছুদিনের মধ্যেই জামিনে বের হয়ে আসায় এলাকাবাসির মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীরা শাস্তি পাবে কিনা এনিয়েও সংশয় প্রকাশ করছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার