টাঙ্গাইলের কালিহাতীতে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (বিটেক) কলেজের শিক্ষার্থী মাসুম হত্যায় খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কলেজ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিটেকের ৬ দফা চত্তর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এ সময় বক্তব্য রাখেন, কলেজ শাখার বিটেক ১ম বর্ষের ছাত্র নিজামুল হক রনি, ইমতিয়াজ আহম্মেদ, সোলায়মান খান, আশরাফ ভূইয়া, ২য় বর্ষের ছাত্র আরিফ খান, ৩য় বর্ষের ছাত্র আক্তার হোসেন ও হারিজ প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে প্রথম বর্ষের শিক্ষার্থী মাসুম আহমেদ এবং আশরাফুল ইসলাম আহত হন। পরে মাসুমকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রবিবার দুপুরে সেখানে মাসুম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
বিডি প্রতিদিন/৬ জুন ২০১৭/হিমেল