কক্সবাজারের টেকনাফে প্রায় ৩ কোটি টাকার মূল্যের ৯৯ হাজার ৪৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মিয়নমারের ২ নাগরিককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিরা হচ্ছেন, মিয়ানমার মংডু আশিক্কা পাড়া এলাকার মৃত ছৈয়দ উল্লাহর ছেলে মোঃ জাকির (৩১) ও একই এলাকার আবুল মিয়ার ছেলে আব্দুর রহমান (৫৫)।
টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে দমদমিয়া বিওপির নেতৃত্বে একটি বিশেষ টহলদল নাফনদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদে দমদমিয়া এলাকার নাফ নদীর সীমান্তে অবস্থান নেয়। এসময় নাফ নদী থেকে দুইজন লোক উঠে আসার পথে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এতে বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যাক্তি অন্ধকারের সুযোগে গ্রামের দিকে পালিয়ে যেতে চাইলে বিজিবি তাদের ধাওয়া করে একটি বস্তাসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে ব্যাটালিয়ন নিয়ে এসে বস্তা খুলে গণনা করে ৯৯ হাজার ৪৫১ পিস ইয়াবা পাওয়া যায় বলে জানান তিনি। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার ৩শ টাকা বলে জানায়। তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাসহ আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/৭ জুন, ২০১৭/ওয়াসিফ