বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা পরিষদের একটি ব্রিজের বেহাল দশা নিয়ে গোটা এলাকার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি জিউধরা ইউনিয়নের বরইতলা ও পাশখালী খালে অবস্থিত।
ব্রিজটির নৈমিত্তিক সুবিধাভোগীর সংখ্যা ১ হাজার শিক্ষার্থীসহ কয়েক হাজার সাধারণ মানুষ। ১০ বছরের অধীক সময় যাবত এই বেহাল দশায় রয়েছে ব্রিজটি। ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বটতলা, বাইনতলা, পাজাখোলা, লক্ষীখালী, পাশখালী ও বরইতলা গ্রামের লোকজন।
প্রতিদিন ঝুঁকি নিয়ে ভাঙ্গাচোরা এই পুলটি পারাপার হচ্ছেন বরইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, তালিমুন্নেছা মহিলা দাখিল মাদ্রাসা, দক্ষিণবাংলা কলেজ ও সোমাদ্দারখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
এ সম্পর্কে ইউনিয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা জানান, ব্রিজটির বিষয়ে লিখিতভাবে জেলা পরিষদকে অনেক আগেই জানানো হয়েছে। কিন্তু কোন বরাদ্ধ পাওয়া যায়নি। বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান টুকু’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/৭ জুন ২০১৭/হিমেল