খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় হিল উইমেন্স ফেডারেশনের সদস্যদের সাথে পুলিশ ও বিজিবির ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে বিজিবি'র ৩ ও ২ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছে। এসময় ১৯ সদস্যকে আটক করে পুলিশ ।
জানা যায়, কল্পনা চাকমার বিচার নিয়ে টালবাহানার আভিযোগ এনে তার প্রতিবাদে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন স্বনির্ভর এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে তাতে পুলিশ এসে বাধা দেয়। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহলরত বিজিবি সদস্যরাও তাতে যোগ দেয়। আটক করা হয় এন্টি চাকমা ও ত্রিপুরাসহ ১৯ জনকে । এনিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিজিবির আহত সদস্যদের খাগড়াছড়ি হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন, ৩২ বিজিবির হাবিলদার হাবিব, সিপাহী কামরুজ্জামান ও সিপাহী রুবেল। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো স্বনির্ভর বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দোকানপাট বন্ধ হয়ে গেছে। খাগড়াছড়ি-পানছড়ি সড়কে যানবাহন চলাচলও কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।
পুলিশের ওসি তারেক মো: আব্দুল হান্নান জানান, অনুমতি ছাড়া বিক্ষোভ করায় তাতে বাধা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/৭ জুন ২০১৭/হিমেল