নোয়াখালীর প্রধান বাণিজ্য শহর চৌমুহনীতে ভ্রামমাণ আদালতের মাধ্যমে ভেজাল বিরোধী অভিযানের চারটি সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রায় এক লক্ষ টাকা জরিমান করা হয়েছে। এ সময় একজন মালিককে আটক করে ভ্রামমান আদালতের মাধ্যমে এক মাস জেল দেওয়া হয়।
ভ্রামমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার ফরিদা খানম। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার ওসি শাজেদুল ইসলাম ও বিএসটিআই ইকবাল করিমসহ প্রশাসনে কর্মকর্তা।
বিডি প্রতিদিন/৭ জুন ২০১৭/হিমেল