টাঙ্গাইল জেলা শহর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ায় শহর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এ সমাবেশে বক্তব্য দেন, জেলা শহর আওয়ামী লীগের নবনির্বাচিত মহিলা বিষয়ক সম্পাদক শাহিন আরা মিষ্টি, দপ্তর সম্পাদক মোঃ সুমন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আগম্মদ সুমন মিয়া এবং নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনি প্রমুখ।
বিডি প্রতিদিন/৭ জুন ২০১৭/হিমেল