ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় এডিবির বিশেষ বরাদ্ধের প্রায় ৩১ লাখ টাকার কাজ গোপন টেন্ডার করে ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে সেখানকার ইউপি চেয়ারম্যানরা ক্ষুদ্ধ হয়ে উঠেছেন। চরম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এডিবির এই বিশেষ বরাদ্ধের অর্থ লোপাটের ঘটনাটি গোপন করায় হরিণাকুন্ডুর ৮ চেয়ারম্যান ও দুই উপজেলা ভাইস চেয়ারম্যান সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ উঠেছে, উপজেলা পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত ও ইউপি চেয়ারম্যানদের মতামত ছাড়াই নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভিন, উপজেলা চেয়ারম্যান এমএ মজিদ ও উপজেলা প্রকৌশলী বিকাশ চন্দ্র নন্দি বিশেষ মিশন নিয়ে এই গোপন টেন্ডার করেছেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর চেয়ারম্যানদেরকে ৯ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে। চেয়ারম্যানদের একটি সূত্র জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে সরকারী এই অর্থ লোপাট করার জন্যই কাউকে জানানো হয়নি। হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল জানান, ৩০ লাখ ৯৭ হাজার টাকার মধ্যে ২১ লাখ টাকা আর.এফ.কিউ কোটেশন টেন্ডার করে ৪ জন ঠিকাদারকে দেয়া হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন জানান, এডিপির বিশেষ বরাদ্ধের টাকা পিপিআর নিয়ম অনুসরণ করে আরএফকিউ পদ্ধতির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে এবং এখানে কোন অনিয়ম ও দুর্নীতি করা হয়নি।
বিডি প্রতিদিন/৭ জুন ২০১৭/হিমেল