বরিশাল নগরীর নতুন বাজার থেকে লাকুটিয়া সড়কের বাঘিয়া (আবহাওয়া অফিস) এলাকা থেকে মহামায়ার পোল পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০টা থেকে বেলা পৌঁনে ১২টা পর্যন্ত নগরীর বাঘিয়া এলাকায় গাছের গুড়ি ফেলে অবরোধ এবং বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় সড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়।
নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফরিদ আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ চলকালে বক্তব্য রাখেন যুবলীগ নেতা নিজামুল ইসলাম, রুমেন খান, মো. তুষার, হাকিম সরদার প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, নতুন বাজার থেকে লাকুটিয়া সড়কের বাঘিয়া এলাকা থেকে মহামায়ার পোল পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক দীর্ঘ ৭ বছর ধরে সংস্কার হচ্ছে না। এতে সড়কের ওই অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অসুস্থ রোগীরা এই সড়কে চলতে পারছেনা। সাম্প্রতিক সময়ে সড়কের ওই অংশ এত খারাপ হয়েছে, যে যানবাহন বিকল্প সড়ক হয়ে চলতে হচ্ছে।
প্রায় পৌঁনে ২ ঘণ্টা মানববন্ধন চলাকালে উভয়পাশে অচলাবস্থার সৃষ্টি হলে নগরীর বিমানবন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনাস্থলে পৌঁছান। এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সড়ক সংস্কারের উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
বিডি প্রতিদিন/৭ জুন ২০১৭/হিমেল