বান্দরবানে আবাসিক এলাকায় তামাকের গুদাম স্থাপন করায় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে এলাকাবাসী। আশপাশের বাসিন্দারা তো বটেই, রেহাই পাচ্ছেনা গুদামটির পাশের ছাত্রাবাসের শিশুরাও। পৌরসভার পক্ষ থেকে গুদামটি সরিয়ে নিতে বলা হলেও তা কর্ণপাত করছে না বলে অভিযোগ ওঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
জেলার বিভিন্ন জায়গায় চাষ করা তামাক এনে এখানেই ওজন পরিমাপ, বাছাই এবং পরিস্কার করা হচ্ছে। প্রায় ৮ বছর ধরে চলছে এই পরিবেশ বিরোধী কর্মকাণ্ড। এই গুদামের ঠিক সাথেই রয়েছে দু’টি ছাত্রাবাস। দিনরাত এই তামাকের দুর্গন্ধে অতিষ্ট হয়ে উঠেছে অর্ধশতাধিক শিশুর জীবন। চিকিৎসকরা বলছেন, এরকম খোলা জায়গায় তামাক প্রক্রিয়াজাতকরণ মানুষের স্বাস্থ্যের জন্যে খুবই ঝুঁকিপূর্ণ। গুদামটি অন্যত্র সরিয়ে নেবার জন্যে একাধিকবার বলা হলেও তারা তা মানেননি বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
বান্দরবান পৌরসভার কাউন্সিলর মোঃ আবুল খায়ের বলেন, বারবার নিষেধ করার পরও শহরের আবাসিক এলাকা থেকে তাদের গুদামটি সরাচ্ছে না।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সমীরণ নন্দী বলেন, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর তামাকের গন্ধ। এটা আশপাশের মানুষের শরীরে পরোক্ষ ধূমপায়ীর মতো ক্ষতিকর প্রভাব ফেলবে।
তবে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি তামাক ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন